সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলার অন্যতম আসামি মো. সাইদুল ইসলাম সিকদার সাক্কুর জামিন নামঞ্জুর করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করেন। ২০১৬ সালের ৫ জুন ও আর নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে বাসার অদূরে গুলি ও ছুরিকাঘাত করে খুন করা হয় মিতুকে। স্ত্রীকে খুনের ঘটনায় পুলিশ সদর দপ্তরের তৎকালীন এসপি বাবুল আক্তার পাঁচলাইশ থানায় হত্যা মামলা করেন। গত ১২ মে ওই মামলায় চূড়ান্ত প্রতিবেদন আদালতে জমা দেয় পিবিআই। ওইদিনই মিতুর বাবার দায়েরকৃত নতুন মামলায় বাবুল আক্তারকে গ্রেফতার দেখানো হয়। সাক্কু এ মামলার অন্যতম আসামি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন