শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

জুনাইদ বাবুনগরীর প্রেস সচিবের জামিন নামঞ্জুর

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০২১, ৮:৩৫ পিএম

চট্টগ্রামের হাটহাজারীতে পুলিশের দায়ের করা সহিংসতার মামলায় হেফাজতে ইসলামের আমির মরহুম আল্লামা হাফেজ জুনাইদ বাবুনগরীর প্রেস সচিব ইনামুল হাসান ফারুকীর তিন মামলায় জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা ও দায়রা জজ ইসমাইল হোসেন শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করেন।

চট্টগ্রাম জেলা পিপি এ কে এম সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, সহিংসতার তিন মামলায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় আসামি ইনামুল হাসানের আইনজীবী জেলা ও দায়রা জজ আদালতে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে বিরোধিতা করা হলে উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করেন।

গত ২১ মে রাতে র‌্যাব হাটহাজারীর ফতেয়াবাদ থেকে ইনামুলকে গ্রেপ্তার করে। তিনি বাবুনগরীর পক্ষ থেকে হেফাজতের বিবৃতি ও প্রেস বিজ্ঞপ্তি পাঠাতেন। তিনি হাটহাজারী উপজেলা হেফাজতের প্রচার সম্পাদক ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Md Ataur Rahman ২৭ আগস্ট, ২০২১, ৪:৫৮ এএম says : 0
AEN ONUJE SLBA
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন