রাজধানীর মোহাম্মদপুরের বসিলা থেকে গ্রেফতার নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন- জেএমবির শীর্ষ নেতা এমদাদুল হক ওরফে উজ্জ্বল মাস্টারের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল শুক্রবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম মাহমুদা আক্তারের আদালত এ আদেশ দেন। গতকাল মোহাম্মদপুর থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলার তদন্ত কর্মকর্তা এসআই শাকিল জোয়ার্দ্দার আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। তদন্ত কর্মকর্তা আবেদনে উল্লেখ করেন, আসামি দীর্ঘদিন ধরে নিষিদ্ধঘোষিত জঙ্গী সংগঠন-জেএমবির সদস্য হিসেবে কাজ করে আসছেন। এই আসামি আত্মঘাতী কাজে জড়ানোর জন্য ও জিহাদের জন্য প্রচ্ছন্ন হুমকি প্রদান এবং ধর্মীয় উগ্রবাদী বই সংগঠনের সদস্যদের মধ্যে সরবরাহ করতেন।
তিনি আরও উল্লেখ করেন, সরলমনা যুবকদের জঙ্গী সংগঠনভুক্ত করার জন্য জিহাদি বই বিলির চেষ্টাসহ ষড়যন্ত্রপূর্বক শক্তি প্রদর্শনের মাধ্যমে সমর্থন আদায়ের জন্য দেশের জনগণ, জনমাল ও সম্পত্তির ক্ষতিসাধন ও জনমনে আতঙ্ক সৃষ্টি করার লক্ষে উগ্র সমরাস্ত্র ট্রেনিং ম্যানুয়াল ও প্রচারপত্র দখলে রেখে এবং প্রচারের মাধ্যমে যুবক যুবতীদের জঙ্গী সংগঠনের দিকে টানার চেষ্টা করছেন। এই আসামিকে নিয়ে ব্যাপক অভিযান পরিচালনা করলে আসামির কাছ থেকে সহযোগী ও পলাতক আসামিদের নাম-ঠিকানা উদ্ধার এবং অর্থ যোগানদাতাদের গ্রেফতার করা সম্ভব হবে। তাই আসামিকে রিমান্ডে নেয়া প্রয়োজন। এরপর আদালত আসামির ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত বৃহস্পতিবার ভোরে রাজধানীর বসিলা এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করে বিভক্ত জেএমবির একটি গ্রুপের কর্ণধার এমদাদুল হক ওরফে উজ্জ্বল মাস্টারকে গ্রেফতার করে র্যাব।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন