শ্রোতাপ্রিয় কন্ঠশিল্পী সাবরিনা বশির নিয়মিত স্টেজ শো, টিভি চ্যানেল এবং অডিও মাধ্যমে গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি তার গাওয়া ‘জলে গিয়ে ছিলাম সই’ নামে একটি নতুন গান প্রকাশিত হয়েছে। আরও বেশ কয়েকটি গান প্রকাশের অপেক্ষায় রয়েছে। সাবরিনা বলেন, সামনে অনেক গান করার পরিকল্পনা রয়েছে। আমি নিয়মিত গান করে যেতে চাই। যতদিন সৃষ্টিকর্তা আমার কণ্ঠ ঠিক রাখবেন, ততদিন গান করে যেতে চাই। শ্রোতাদের ভাল গান উপহার দিতে চাই। আমার গান সবার মাঝে ছড়িয়ে দিতে চাই। সব সময়ই শ্রোতা-দর্শক ও ভক্তদের চাহিদার কথা মাথায় রেখে গান করি। সময়ের চাহিদায় গান এখন শুধু শোনার বিষয় নয়, এটি এখন দেখারও বিষয়। তাই গানের মিউজিক ভিডিও নির্মাণের ক্ষেত্রে অনেক সচেতন থাকি। নারায়ণগঞ্জের মেয়ে সাবরিনা বশির মায়ের কাছেই প্রথম গানের তালিম নেন। এরপরে কামাল আহমেদের কাছে গানের তালিম নেন। ২০০৫ সালে ‘তোমাকে প্রয়োজন’ ডুয়েট অ্যালবামের মাধ্যমে তার প্রথম অ্যালবাম প্রকাশিত হয়। এর পরে ২০০৭ সালে মিক্সড অ্যালবাম ‘কৃষ্ণকলি’ প্রযোজনা সংস্থা সঙ্গীতা থেকে প্রকাশিত হয়। ২০০৯ সালে জি সিরিজ থেকে ‘জুয়েল ফিচারিং সাবরিনা’ প্রকাশিত হয়। এভাবে প্রতিবছর নিয়মিত নতুন গান প্রকাশিত হচ্ছে। সাবরিনা বশিরের নিজস্ব ইউটিউব চ্যানেল এসবি এন্টারনেইটমেন্টে তার গাওয়া ২৩টি গান প্রকাশ করা রয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন