ভক্তদের অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে। সৌরভ গাঙ্গুলী ছোট পর্দায় ফিরতে যাচ্ছেন তার উপস্থাপনায় জনপ্রিয় কুইজ শো ‘দাদাগিরি’ নিয়ে। ‘দাদাগিরি আনলিমিটেড’ নতুন এক সিজন নিয়ে আসছে অচিরেই। এরই মধ্যে অনুষ্ঠানের অডিশন পর্ব সম্পন্ন হয়েছে। সৌরভ তার কুইজ শো নিয়ে যেমন উচ্ছ্বসিত তেমনি আনন্দের আরও একটি বিষয় আছে। তার বায়োপিক নির্মাণের সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে। কোভিড-১৯ বিধিনিষেধ মেনেই ‘দাদাগিরি আনলিমিটেড সিজন ৯’র শুটিং এরই মধ্যে শুরু হয়ে গেছে। সৌরভ সম্প্রতি তার সোশাল মিডিয়া পেইজে শোয়ের জন্য তার নতুন সাজ ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন। জানা গেছে আগের সিজনগুলোর মতই নতুন নতুন প্রতিযোগী অংশ নেবে; অংশগ্রহণকারীদের মাঝে যেমন থাকবে সেলিব্রিটিরা তেমনি থাকবে সাধারণ মানুষ। নন-ফিকশন ধারার এই অনুষ্ঠান বাংলা টেলিভিশনের দর্শকদের কাছে সবচেয়ে জনপ্রিয়’র একটি। শুধু সপ্তাহান্তে প্রচারিত হলেও ‘দাদাগিরি’ বরাবর অন্য প্রাত্যহিক জনপ্রিয় ফিকশন শোগুলোকে টেক্কা দিয়ে এসেছে বরাবর। জি বাংলার এই অনুষ্ঠানটি বরাবর টিআরপিতে ছক্কা মেরে এসেছে, এবারও নিশ্চিত হতাশ করবে না।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন