শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

নিজ গ্রামে অবাঞ্চিত স্বেচ্ছাসেবক লীগ নেতা

কালীগঞ্জ (ঝিনাইদহ) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৩ সেপ্টেম্বর, ২০২১, ১২:০২ এএম

কালীগঞ্জের আলাইপুর গ্রামের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতনকারী সেচ্ছাসেবক লীগ নেতা মিজানুর রহমানকে নিজ গ্রামে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে। এখন থেকে সে আর গ্রামে আসতে পারবে না। গত শনিবার রাত ৯ টায় আলাইপুর দাসপাড়াতে গ্রামবাসীর উপস্থিতিতে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজিম আনার এই সিদ্ধান্ত ঘোষণা করেন। এর আগে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যতনকারী উপজেলার সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও আলাইপুর আলুকদিয়া পাড়ার মিজানুর রহমানের বিরুদ্ধে গ্রামবাসী ঝিনাইদহ জেলা প্রশাসক বরাবর অভিযোগ করে।

কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম পি আনার বলেন, আওয়ামী লীগের নাম ব্যবহার করে মানুষের উপর নির্যাতনকারী কাউকেই ছাড় দেওয়া হবে না। ইতোমধ্যে মিজানুরকে সেচ্ছাসেবকলীগ থেকে বহিস্কার করা হয়েছে। সেই সাথে সেচ্ছাসেবক লীগের কালীগঞ্জ উপজেলা শাখার কমিটিকেও বিলুপ্ত করা হয়েছে।
তিনি আরো বলেন, এখন থেকে মিজানুর আর এ গ্রামে আসতে পারবে না। তাকে গ্রামের বাইরে দিয়ে চলাচল করতে হবে। যদি সে এ গ্রামে ঢোকার চেষ্টা করলে তার বিরুদ্ধে তাৎক্ষনিক আইনের ব্যবস্থা নেয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন