শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

গ্রামীন ব্যাংকের কিস্তির টাকা দিতে না পেরে বৃদ্ধার আত্মহত্যা

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ১৩ সেপ্টেম্বর, ২০২১, ৭:৩০ পিএম

গ্রামীন ব্যাংক থেকে স্বামীর নেয়া ঋণের কিস্তি পরিশোধ করতে না পেরে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার শেফালী বেগম (৬০) গলায় রশিতে ঝুলে আত্মহত্যা করেছেন। তবে ব্যাংক কর্তৃপক্ষ বিষয়টি অস্বীকার করেছে।

স্থানীয় একাধিক সূত্রে জানায়, বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের ডিঙ্গারহাট বাজারের পূর্ব পাশের হিরাধর গ্রামের মো. করম আলী সিকদার বিভিন্ন সংস্থা থেকে কিস্তিতে টাকা উত্তোলন করেন। সোমবার করম আলী সিকদার কাজে গেলে সকাল ১০টায় গ্রামীন ব্যাংক থেকে কিস্তির টাকা আদায়ের জন্য ব্যাংকের কর্মীরা আসেন। তারা কিস্তির টাকা চাইলে করম আলীর স্ত্রী শেফালী টাকা দিতে অপারগতা প্রকাশ করে। এতে ব্যাংকের প্রতিনিধিরা বৃদ্ধা শেফালী বেগমের সাথে দুর্বব্যহার করেন। স্থানীয় ইউপি সদস্য ফখর উদ্দিন জানান, গ্রামীন ব্যাংকের মাঠ কর্মীরা কিস্তি নিতে এলে তাদের সঙ্গে কথা কাটাকাটি হয় শেফালী বেগমের। পরে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

গ্রামীন ব্যাংকের কর্মকর্তা ফরিদ উদ্দিন আহম্মেদ শেফালী বেগমের আত্মহত্যার সঙ্গে কিস্তির টাকা আদায়ের কোন সম্পৃক্ততা নেই বলে দাবী করে সাংবাদিকদের জানান, শেফালী বেগমের সঙ্গে তাদের কর্মীর দেখাই হয়নি। করম আলী সিকদার বিভিন্ন সংস্থা থেকে টাকা উত্তোলন করলেও দেনার টাকা পরিশোধ করতে পারেননি। সেই দু:খে অভিমানে শেফালী বেগম আত্মহত্যার পথ বেঁচে নিয়েছেন।

বাকেরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সহ পুলিশের একটি টিম নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন। এ প্রসঙ্গে পরিদর্শক সাংবাদিকদের বলেছেন, বৃদ্ধা শেফালীর পরিবার অত্যন্ত গরীব। কিন্তু তার আত্মহত্যার কারণ জানা যায়নি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন