বগুড়া গাবতলীর কাগইলে মানসিক রোগী মমতাজ বেগম (৩৯) দড়িপাড়া একটি পুকুর থেকে তার ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ মর্গে প্রেরণ করেছে।
থানা সূত্রে জানা গেছে, উপজেলার কাগইল ইউনিয়নের তেলকুপি গ্রামের মোহাম্মদ আলীর স্বামী পরিত্যাক্তা মেয়ে মমতাজ বেগম (৩৯) গত ১২ সেপ্টেম্বর নিখোঁজ হয়। এরপর বিভিন্নভাবে তাকে খোঁজা খুজি করেও তার সন্ধ্যান না পাওয়ায় তার পরিবার গত ১৪ সেপ্টেম্বর গাবতলী মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেন। এদিকে গত ১৫ সেপ্টেম্বর বুধবার একই ইউনিয়নের দড়িপাড়া গ্রামের একটি পুকুরে তার ভাসমান লাশ স্থানীয় লোকজন দেখতে পেয়ে তার পরিবারকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। গাবতলী মডেল থানার এসআই শামীম আহমেদ জানান, উক্ত মমতাজ বেগম দীর্ঘদিন যাবত মানসিক রোগে ভুগছিলেন এবং এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে। মামলা নং ১৯/২১ইং।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন