বুধবার ১১ সেপ্টেম্বর ২০২৪, ২৭ ভাদ্র ১৪৩১, ০৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

সারা বাংলার খবর

টেকনাফে ৮৪ ইয়াবাসহ কারবারী আটক

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০২১, ১২:২৬ পিএম

টেকনাফে ৮৪ ইয়াবাসহ মোঃ আমিন (৫০) নামে এক কারবারীকে মাদক আটক করেছে কোস্টগার্ড সদস্যরা।

বুধবার (১৫ সেপ্টেম্বর) ভোরে উপজেলার সাবরাং ইউনিয়নের কাটাবুনিয়া সংলগ্ন ঝাউবন এলাকা থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি ওই ইউনিয়নের কচুবুনিয়া এলাকার মৃত কাশেম আলীর ছেলে।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার (বিএন) আমিরুল হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ স্টেশন কমান্ডার লেঃকমান্ডার এম নাঈম উল হকের নেতৃত্বে কোস্টগার্ডের একটিটিম কাটাবুনিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালীন সময়ে কাটাবুনিয়া ঘাট সংলগ্ন ঝাউবনের পাশ দিয়ে কালো রং এর ব্যাগসহ এক ব্যক্তিকে হেঁটে আসতে দেখা যায়। গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা তাকে বাঁশির মাধ্যমে থামার সংকেত দিলে। পাচারকারী কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে কালো রংয়ের ব্যাগটি ফেলে দিয়ে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করতে সক্ষম হয়। পরে ব্যাগটি তল্লাশী করে ৮৪ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

তিনি আরো বলেন, উদ্ধার হওয়া ইয়াবাসহ আটকের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন