শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

২০ সেপ্টেম্বর যেসব এলাকায় বন্ধ থাকবে ব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০২১, ১২:০৩ এএম

দেশের বিভিন্ন এলাকায় স্থগিত থাকা ৯টি পৌরসভা ও ১৬১টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে আগামী ২০ সেপ্টেম্বর। এ কারণে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় ভোটের দিন ব্যাংক শাখা বন্ধ থাকবে। গতকাল কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন-ডিওএস এ-সংক্রান্ত্র একটি নির্দেশনা জারি করে সকল ব্যাংকের প্রধান নির্বাহী বরাবর পাঠিয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, ৯টি পৌরসভা এবং ১৬১টি ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষে ২০ সেপ্টেম্বর ভোটগ্রহণের দিন নির্বাচনী এলাকাধীন যেসব স্থাপনা ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার বা নির্বাচনী কার্যক্রমের জন্য নির্ধারণ করা হয়েছে, সেসব স্থাপনায় ব্যাংকের কোনো শাখা/উপশাখা থাকলে তা বন্ধ থাকবে। একই সঙ্গে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকাধীন ব্যাংকের শাখা/উপশাখাসমূহে কর্মরত ভোটারদের ভোটাধিকার প্রয়োগের সুযোগদানের জন্য পরামর্শ দেয়া হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন