শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সাতক্ষীরায় আগামীকাল ২১ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন,শংকিত ভোটাররা

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ৪:১২ পিএম

সাতক্ষীরায় আগামীকাল সোমবার (২০ সেপ্টেম্বর) ইউনিয়ন পরিষদ নির্বাচন। তালা-কলারোয়া উপজেলার ২১ টি ইউনিয়ন পরিষদে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে ইভিএমে চারটি ইউনিয়নে ভোট গ্রহণ হবে।
এদিকে, নির্বাচনের সময় যতো এগিয়ে আসছে ভোটের উত্তাপও ততোই বাড়ছে। সাধারণ ভোটারদের মাঝে সন্দেহের দানাও বাঁধছে নিরপেক্ষ ভোট গ্রহণ নিয়ে। তালা ও কলারোয়ার কয়েকটি এলাকায় নৌকার প্রার্থীর সর্মথকরা বেপরোয়া হয়ে স্বতন্ত্র প্রার্থীর প্রচার মাইক ভাংচুর ও তাদেরকে আহত করার ঘটনায় প্রার্থী সর্মথক ও ভোটাররা শংকিত।
যদিও এবারের স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করায় আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থীরা প্রতিদ্বন্দিতা করছেন। তবে, কোন কোন ইউনিয়নে বিএনপি ও জামায়াত নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে
নির্বাচনে অংশ নিয়েছেন,এমন প্রচার রয়েছে।
সাতক্ষীরা জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার ২১ টি ইউনিয়নের মধ্যে
কলারোয়া উপজেলার হেলাতলা ও তালা উপজেলার তালা সদর, খলিলনগর ও তেঁতুলিয়া এই চারটি ইউনিয়নে ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
বাকি ইউনিয়নে ব্যালটের মাধ্যমে ভোট
গ্রহণ করা হবে।
জেলা নির্বাচন কর্মকর্তা মো: নাজমুল কবীর জানান, আগামীকাল সাতক্ষীরার তালা ও কলারোয়া উপজেলার ৩ লাখ ৭৫ হাজার ২৯৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের জন্য ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন