খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি ব্যাটালিয়ন অধিনস্থ লোগাং ৩বিজিবি ভারতীয় অবৈধ পন্য আটক করেছে।
রবিবার(১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টায় লোগাং সিআইও ক্যাম্পের সামনে এসকল পন্য আটক করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পানছড়ি ব্যাটালিয়ন এর অধিনস্থ ৩বিজিবি লোগাং ক্যাম্পের সুবেদার সৈয়দ মাসুদ রানা’র নেতৃত্বে একটি বিশেষ টহল দল ক্যাম্প সংলগ্ন নিরাপত্তা চৌকির সামনে একটি মালিক বিহীন সিএনজি তল্লাশী করে বিভিন্ন প্রকার সাবান, স্পার্কল ভিম, শালিমার আগরবাতি, ব্রাজিল পাইনাপেল ইনছেনসিস আগরবাতি, জিরা, চা পাতা, রেটল ইঁদুর মারার বিষ, চন্দন কাঠি, চিংড়ি শুটকি ও মালামাল বহনের থলে, জনসন ক্রিম, ডাবুর টুথ পেষ্ট, কমপোর্ট ফেব্রিক কন্ডিশন, বিভিন্ন প্রকার শ্যাম্পু, বাম, বিভিন্ন প্রকার জুতা আটক করে। যার আনুমানিক মূল্য প্রায় অর্ধ লক্ষাধীক টাকা।
পানছড়ি ব্যাটালিয়ন ৩বিজিবি দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ মালামাল ও মাদকদ্রব্য চোরাচালান প্রতিরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন