পালিয়ে যাওয়ায় ভয়াবহ শাস্তি পেলেন দুই তরুণ-তরুণী। এদের বয়স ২১ এবং ১৯। ভারতের মধ্যেপ্রদেশের ধর এলাকায় পালিয়ে যাওয়ার অপরাধে শাস্তি হিসেবে তাদের দু’জনকে গলায় মোটরসাইকেলের টায়ার নিয়ে নাচতে বাধ্য করেছে স্থানীয় লোকজন। ঘটনাটি স¤প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর পুলিশ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে। এর মধ্যে মঙ্গলবার তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বাকি দু’জনকেও গ্রেফতারের চেষ্টা চলছে। বুধবার এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, পালিয়ে যেতে সাহায্য করার অভিযোগে ওই দম্পতির সঙ্গে ১৩ বছরের এক কিশোরীকেও একইভাবে নাচতে বাধ্য করা হয়। গলায় টায়ার দিয়ে নাচতে বাধ্য করার সময় বাইক থেকে একজন লাঠি দিয়ে কয়েক বার তাদের আঘাত করেন। ভিডিও ধারণকারী এ সময় হাসতে থাকেন। আর অন্যরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছিলেন। কিন্তু কেউ তাদের সাহায্য করতে এগিয়ে আসেননি। অতিরিক্ত পুলিশ সুপার দেবেন্দ্র পাতিদার মঙ্গলবার সাংবাদিকদের বলেন, জেলা সদর থেকে ৭০ কিলোমিটার দূরের গান্ধওয়ানি থানায় এই ঘটনা ঘটেছে। এনডিটিভি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন