মহারাষ্ট্রের সমুদ্র সৈকতে ভেসে এসেছে ৩০ হাজার কেজি ওজনের ৪০ ফুট দীর্ঘ তিমি। এত বড় জীব পৃথিবীতে থাকতে পারে বলে অনেকেরই অনুমান ছিল না। তাই স্বভাবতই এত বড় তিমি ঘিরে শোরগোল পড়ে যায়। জানা গেছে, মহারাষ্ট্রের ভাসাই এলাকার সমুদ্র সৈকতে এই বিশাল তিমিটি ভেসে আসে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আরব সাগরে গভীর সমুদ্র থেকে তিমিটি ভেসে এসেছে। তবে, এখনই নয়, অন্তত মাস খানেক আগে এই তিমিটির মৃত্যু হয়েছে। তবে তিমিটির দেহ কিছুক্ষণ সৈকতে পড়ে থাকার পরই তা পচতে শুরু করে। যাতে তৈরি হয় তীব্র দুর্গন্ধ। এলাকায় থাকা প্রায় অসম্ভব হয়ে ওঠে স্থানীয় বাসিন্দাদের কাছে।
জানা গেছে, তিমিটি আকারে এতই বড় যে অন্য কোথাও সেটি নিয়ে যাওয়া সম্ভব হয়নি। নিউজ১৮।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন