বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোনালি আসর

নাসিমা সুলতানা শফির দুটি ছড়া

প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

মেঘবালিকা

ভরদুপুরে
আকাশজুড়ে
মেঘের ভেলা
করছে খেলা।
মেঘবালিকার কালো চুলে
কাশ ফুলেরা হেলে দুলে
উড়ে উড়ে কোথায় যায়?
মগড়া পাড়ের ঘাগড়া গাঁয়।


হেমন্তের রূপ

খুব সকালে দুর্বা ঘাসে
শিশির কণা হাসে
নীল আকাশে মেঘের দল
এলোমেলো ভাসে।
নদীর তীরে কাশ ফুল
মিষ্টি হাওয়ায় দুলে
প্রজাপতি পাখা মেলে
উড়ে ফুলে ফুলে।
সোনা রোদে মাঠ ঘাট
ঝিক মিক করে
হেমন্তের রূপ দেখে
প্রাণ যায় ভরে।


আ ল ম শা ম স
শরতের পরশে

রোদেলা দুপুরে মধ্য পুকুরে
ঝিলমিল ঝিলমিল
রোদের খেলা।
শরতের কাশবন হাওয়া ওড়ছে
মাঠে মাঠে বইছে
কাশফুলের মেলা।

সাদার চেয়ে আরো সাদা
মেঘে মেঘে শুভ্র সাদা
শরতের আকাশ
বর্ষা গেল বৃষ্টি গেল
অথৈ জলে বইছে শুধু
সোনালি বাতাস।

শা হি ন ই স লা ম
আশুরা

মহরম এলো ফিরে
কাঁদে মন পিঞ্জিরে
চাঁদ বুকে কাঁদে আসমান,
রক্তের লাল¯্রােতে
হুসেনের শাহাদতে
দ্বীন বুঝি আছে ভাসমান।
কুরবানি চলে গেল
আশুরা তো ফিরে এলো
মুমিনের কাঁদে অন্তর,
কুফ্ফার ঘন চিঠি
কারবালা হলো দিঠি
রক্তের লাল প্রান্তর।
এজিদের নাতি সবে
মাতবরি করে ভবে
ছলনায় করে লুটপাট,
ধর্মের কথা মুখে
ন্যায়পথ দেয় রুখে
রক্ততে মাখে পথঘাট।
হুসেনের সাথীরা গো
তাকবীরে ফের জাগো
শান দাও ঈমানের তিরে,
এজিদের কূটচাল
করে দাও নাজেহাল
সেই ইসলাম আনো ফিরে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন