শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

জার্মানির নির্বাচনের আগে পরিবেশবাদীদের সমাবেশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ১২:০২ এএম

জার্মানির জাতীয় নির্বাচনের দুদিন আগে সমাবেশ করেছে পরিবেশবাদী সংগঠন ফ্রাইডে ফর ফিউচার। শুক্রবার দেশটির রাজধানী বার্লিনে অনুষ্ঠিত সমাবেশে বিশ্বকে প্রাকৃতিক বিপর্যয় থেকে বাঁচাতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তারা। জার্মানিতে ২০তম জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যখন দেশব্যাপী ভোটের প্রস্তুতি চলছে ঠিক তার দুদিন আগে দেশটির রাজনীতিবিদ, প্রার্থী ও ভোটারদের মনোযোগ কাড়তে রাজধানীর বিভিন্ন সড়ক ও জার্মান পার্লামেন্টের সামনে, সমাবেশ করেছে পরিবেশবাদী সংগঠন ফ্রাইডে ফর ফিউচার। সমাবেশে অংশ নিয়ে সুইডেনের আলোচিত পরিবেশবাদী আন্দোলনের পরিচিত মুখ গ্রেটা থানবার্গ বলেন, করোনা আমাদের বুঝিয়ে দিয়েছে আমরা সত্যিই কতটা অসহায়। সেই সাথে আবহাওয়াগত সমস্যার সমাধান এখনো হয়নি। এবং একা এই সমস্যার সমাধান করা যাবেনা বলেও জানান তিনি। তাই ভোটে অংশ নিয়ে পরিবেশ রক্ষার আন্দোলনকে আরো শক্তিশালী করার বিষয়ে জোর দেন গ্রেটা থানবার্গ। সমাবেশে অংশ নেয়া জার্মান এ্যাক্টিভিস্ট লুইজা নয়বাওয়ার বক্তৃতায় বলেন, একটি বাসযোগ্য ও নিরাপদ পৃথিবী গড়তে প্রত্যেক নাগরিককে গণতান্ত্রিক উপায়ে আন্দোলন চালিয়ে যেতে হবে। সমাবেশে পারমাণবিক শক্তি বর্জন এবং নবায়নযোগ্য সবুজ শক্তি ব্যবহারের ওপর জোর দেওয়া হয়। সেইসঙ্গে আবহাওয়া পরিবর্তনের শিকার ক্ষতিগ্রস্ত দেশগুলোর পাশে দাঁড়ানোর জন্য বিশ্ব নেতৃবৃন্দের কাছে আহবান জানানো হয়। সমাবেশকারীরা আরো বলেন, আবহাওয়া পরিবর্তনের জন্য দায়ী উন্নত বিশ্বের দেশগুলো। তাদের অতিমাত্রায় কার্বন-ডাই-অক্সাইড নিরসনের শিকার দরিদ্র দেশগুলো যেখানে বন্যা, খরা ও উষ্ণতার ক্ষতিকর প্রভাবে উন্নত দেশের চরম অন্যায়ের শিকার দরিদ্র রাষ্ট্রের সাধারণ মানুষেরা। জার্মানির এবারের নির্বাচনে নতুন ভোটার হওয়া তরুণরা মনে করেন গনতান্ত্রিক ও রক্ষণশীল রাজনৈতিক দলের পাশাপাশি পরিবেশ নিয়ে কাজ করা সবুজ দল থেকে চ্যান্সেলর পদপ্রার্থী আনালেনা বেয়ারবক নির্বাচিত হলে পরিবেশ রক্ষার পাশাপাশি আবহাওয়া পরিবর্তনের প্রভাব ঠেকাতে কাজ করে যাবেন। ডিডব্লিউ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন