শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ডিএসই’র লেনদেনে শীর্ষ অবস্থানে বেক্সিমকো

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ১২:০০ এএম

দেশের প্রধান পুঁজিবাজারে লেনদেনে গত সপ্তাহে শীর্ষ স্থানে রয়েছে বেক্সিমকো। আলোচ্য সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মোট লেনদেনে বেক্সিমকোর অবদান ছিল ৬ দশমিক ১৫ শতাংশ। সাপ্তাহিক লেনদেন পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, গত সপ্তাহে বেক্সিমকোর ৫৯৬ কোটি ৭২ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৩৪ দশমিক ৪০ টাকায় বেচাকেনা হয়েছে। বেক্সিমকোর ফার্মাসিউটিক্যালস লিমিটেড গত সপ্তাহে ডিএসইর মোট লেনদেনে ৩ দশমিক ২৫ শতাংশ অবদান রেখেছে। কোম্পানিটি লেনদেনের পরিমাণ ছিল ৩১৫ কোটি ৫৫ লাখ ৩৬ হাজার টাকা। কোম্পানির শেয়ার সর্বশেষ ২৪৫ দশমিক ৬০ টাকায় বেচাকেনা হয়েছে। গত সপ্তাহে লেনদেনে তৃতীয় অবস্থানে ছিল ওরিয়ন ফার্মা লিমিটেড। কোম্পানিটির ২৪৬ কোটি ৯৫ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিটি ডিএসইর মোট লেনদেনে ২ দশমিক ৫৪ শতাংশ ভূমিকা রেখেছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ৭৭ দশমিক ৬০ টাকায় বেচাকেনা হয়েছে।

গত সপ্তাহে ডিএসইর লেনদেনে শীর্ষ দশ কোম্পানির তালিকায় থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে- লঙ্কাবাংলা ফাইন্যান্স, লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড, আলিফ ম্যানুফ্যাকচারিং, সাইফ পাওয়ারটেক, ম্যাকসন্স স্পিনিং, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন