শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসা বাণিজ্য

বেক্সিমকো পিপিই’র সঙ্গে জাপানের কে২ লজিস্টিকের চুক্তি

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০২১, ১২:০২ এএম

বেক্সিমকো হেলথ ও জাপানের কে২ লজিস্টিকের মধ্যে উৎপাদন ও গুণগত মান নিয়ন্ত্রণ সম্পর্কিত পরামর্শবিষয়ক চুক্তি সই হয়েছে। গতকাল সাভারের কবিরপুরে অবস্থিত বেক্সিমকো পিপিই পার্কে আয়োজিত অনুষ্ঠানে এ চুক্তি সই হয়। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা ও জাতীয় সংসদের সদস্য সালমান এফ রহমান অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। এছাড়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাউকি ইতো। অনুষ্ঠানটি পরিচালনা করেন বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান এ এস এফ রহমান, বেক্সিমকো গ্রুপ ডিরেক্টর ও সিইও সৈয়দ নাভেদ হোসেন এবং বেক্সিমকো পিপিই লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর ডা. মহিদুস সামাদ খান। ইটোচু ঢাকা অফিসের জিএম ও জাপানিজ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট তেতসুরো কানো, মারুবেনি ঢাকা অফিসের জিএম ও জাপানিজ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যাসোসিশনের প্রেসিডেন্ট হিকারু কায়াই, জাইকা বাংলাদেশের চিফ রিপ্রেজেন্টেটিভ ইউহো হায়াকায়া, জেট্রো ঢাকা অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ ইউজো আন্ডো, কে২ লজিস্টিক বাংলাদেশ লিমিটেডের উপদেষ্টা ডা. মোয়াজ্জেম হুসাইন, কে২ জাপানের এক্সিকিউটিভ ডিরেক্টর ইউমা মিতানি ও কে২ লজিস্টিকের সিওও ইয়োশিহিদে ইউদো।

অনুষ্ঠানে বক্তব্য দেন সৈয়দ নাভেদ হোসেন, জাপানের অ্যাম্বাসেডর নাউকি ইতো, এ এস এফ রহমান প্রমুখ। পেশাগত পর্যায়ের পর্যবেক্ষণ ও মান নিয়ন্ত্রণে জাপানিজ প্রযুক্তি ও সক্ষমতার প্রয়োজনীয়তা উঠে আসে তাদের বক্তব্যে। দক্ষিণ এশিয়ার প্রথম ভার্টিক্যাল বেক্সিমকো হেলথ পিপিই পার্ক পরিদর্শন করে জাপানের রাষ্ট্রদূত প্রশংসা করেন। এছাড়া তিনি বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে জাইকার অর্থায়নে জাপান থেকে আনা অত্যাধুনিক সুদাকোমা লুমস, সাইজিং মেশিন ও র‌্যাপিং মেশিন উদ্বোধন করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন