গাজীপুরের কাপাসিয়ায় লাইসেন্স ছাড়া মৎস্য খাদ্য উৎপাদন করে বাজারজাত করার অপরাধে ক্রাউন এগ্রো কারখানাকে ভ্রাম্যমাণ আদালত ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। কাপাসিয়া সদর ইউনিয়নের পাবুর গ্রামের ক্রাউন এগ্রো লিমিটেডে ৩০ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া ইসায়মিনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানান, যথাযথ কর্তৃপক্ষের কোন প্রকার লাইসেন্স বা অনুমোদন না থাকা সত্ত্বেও ক্রাউন এগ্রো মৎস্য খাদ্য উৎপাদন করে বাজারজাত করে আসছিল। অভিযোগের সত্যতা পেয়ে ২০১০ সালের মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইনের ২০ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে দ্রুত লাইসেন্স করতে কারখানার মালিককে নির্দেশ দেওয়া হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন