বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বালু নিয়ে বন্দুকযুদ্ধে আহত ১২

সাতকানিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০২১, ১২:০৫ এএম

চট্টগ্রামের সাতকানিয়ায় শঙ্খ নদী থেকে বালু তোলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন অন্তত ১২ জন। গতকাল উপজেলার চরতী ইউনিয়নের তুলাতলী- কেশুয়া গ্রামের মধ্যবর্তীস্থানে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয়রা বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেছে।

গুলিবিদ্ধ সাতজনকে চমেক হাসপাতালে ভর্তি করানো হয়েছে। চরতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডাক্তার রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় আহতরা হলেন আবদুল মালেক (৫০) নুরুল হাসান (৫০) ফয়েজ আহমদ (৬২) আবু তাহের (৩৮) মোহাম্মদ কাওছার (২৬) রুহুল আমিন (৬০) ও মোহাম্মদ মানিক (২০)। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

স্থানীয়রা জানায়, সাতকানিয়ায় শঙ্খ নদীর ড্রেজিং প্রকল্পের ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন কেশুয়া এলাকায় যন্ত্রপাতি স্থাপন করলে সকাল ১০টার সময় গ্রামের কিছুসংখ্যক মানুষ একত্রিত হয়ে তাদের বাধা দেয়। এতে সংঘর্ষ বেধে যায়। স্থানীয়দের অভিযোগ ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন গ্রামবাসীর ওপর গুলিবর্ষণ করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন