কুড়িগ্রামের রৌমারীতে নিজ ঘরের ধরনার সাথে পাটের রশি গলায় পেঁচিয়ে আব্দুর রহিম বাদশা (৫৪) নামের এক জন আত্মহত্যা করেছেন। নিহত আব্দুর রহিম বাদশা উপজেলার শৌলমারী ইউনিয়নের চর বোয়ালমারী গ্রামের বাসিন্দা।
মঙ্গলবার (৫ অক্টোবর) বিকেলে শৌলমারী ইউনিয়নের চর বোয়ালমারী গ্রামে এ ঘটনা ঘটে।
পরিবারের বরাত দিয়ে রৌমারী থানার উপ-পরিদর্শক (এসআই) শাহিন আহমেদ জানান, আনুমানিক ১৫-১৬ বছর ধরে নিহত আব্দুর রহিম বাদশা মানসিক ভারসাম্যহীনতায় ভুগতেছেন। মঙ্গলবার দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে নিজ শয়ন কক্ষে ধড়নার সাথে গলায় পাটের রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।
এসআই বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং ধড়নার সাথে গলায় পাটের রশি পেঁচিয়ে আত্মহত্যাকারী ব্যক্তির মরদেহ উদ্ধার করি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ বলেন, এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন