শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

জাবিতে বিতর্ক উৎসব শুরু

জাবি সংবাদদাতা : | প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০২১, ১২:০৪ এএম

‘কন্ঠে ভাঙুক কালের প্রাচীর’ এই স্লোগানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানেইজেশনের (জেইউডিও) উদ্যোগে জাতীয় বিতর্ক উৎসব-২০২১ আজ শুরু হবে। বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেইউডিও’র সভাপতি ও প্রতিযোগিতার আহবায়ক সাইমুম মৌসুমী বৃষ্টি।

তিনি জানান, প্রতিযোগিতার গ্রুপ পর্ব ও কোয়ার্টার ফাইনাল রাউন্ডের বিতর্ক অনলাইনে অনুষ্ঠিত হবে। এছাড়া নভেম্বরে সশরীরে সব পর্যায়ের ফাইনাল রাউন্ড ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে বিতর্ক প্রতিযোগিতা শেষ হবে। বৃষ্টি বলেন, বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলভিত্তিক তিনটি ক্যাটাগরিতে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিটি পর্যায়ে ৩২টি করে মোট ৯৬টি বিতর্ক দল অংশ নেবে। প্রতিযোগিতার পেমেন্ট পার্টনার হিসেবে ‘নগদ’ ও এডুকেশন পার্টনার হিসেবে থাকছে ‘এডুহাইভ’।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন