ময়মনসিংহের ফুলপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এমদাদুল হক (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ অক্টোবর) সকালে উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের বরুয়াই গ্রামে এ ঘটনা ঘটে। মৃত এমদাদুল ওই গ্রামের মো. ফজলুল হকের ছেলে।
জানা যায়, এমদাদুল হক সকালে তার নিজের বৈদ্যুতিক মোটর দ্বারা জমিতে পানি সেচ দিতে যায়। সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে মারাত্মক আহত হয়। পরে তাকে উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়।
ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন