শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কাপ্তাই শিশু অপহরণ আসামী মুছা সাতকানিয়া হতে গ্রেপ্তার

কাপ্তাই (রাঙামাটি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০২১, ৩:৪৯ পিএম

কাপ্তাই থানায় শিশু অপহরণ মামলার পলাতক আসামী মুছা সাতকানিয়ায় হতে গ্রেপ্তার।

শুক্রবার দিবাগত রাত ৩ টায় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পৌরসভা এলাকা হতে মুছাকে(২৩) কাপ্তাই থানা পুলিশ গ্রেপ্তার করে। এবং আসামীর সঙ্গে থাকা ভিকটিমকে উদ্ধার করা হয়।

কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীন জানান, গত ২৯ সেপ্টেম্বর কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়ন লগগেইটস্থ জেটিঘাট এলাকার ১৬ বছরের এক শিশুকে অপহরণ করে সাতকানিয়া নিয়ে যায়। কাপ্তাই ব্রিকফিল্ড এলাকার বসবাসরত মৃর্ত নুরুল হক নুরুর ছেলে মোঃ মুছা। গত ২ অক্টোবর অপহৃত শিশুটির বাবা বাদী হয়ে কাপ্তাই থানায় নারী ও শিশু অপহরণ একটি মামলা দায়ের করেন। এরপর হতে শিশুটিকে উদ্ধার অভিযান চালায় কাপ্তাই থানা পুলিশের একটি বিশেষ টিম। অবশেষে গোপন সংবাদের ভিত্তিত্বে কাপ্তাই থানার এসআই শওকত ওসমান ফোর্সসহ আসামী এবং অপহৃত শিশুটিকে সাতকানিয়া হতে উদ্বার করে কাপ্তাই থানায় নিয়ে আসে। এবং আসামিকে রাঙামাটি আদালতে প্রেরণ করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন