শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

ফিলিপাইনে ঘূর্ণিঝড় কম্পাসুর আঘাত, ভূমিধসে নিহত ৯

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০২১, ৬:৪৭ পিএম

ঘুর্ণিঝড় কম্পাসু আঘাত হেনেছে ফিলিপাইনের উপকূলে। এতে প্রাণ হারিয়েছেন ৯ জন এবং নিখোঁজ হয়েছেন আরও ১১ জন। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপণা কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
গতকাল সোমবার (১১ অক্টোবর) সন্ধ্যায় ‘কমপাসু’ প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ১০০ কিলোমিটার (৬২ মাইল) বেগে ফিলিপাইনে বেশ কয়েকটি উপকূলে আছড়ে পড়ে। এই ঝড়টির আগে আর একটি ছোট ঘুর্ণিঝড় দানা বাঁধছিল, সেটিকে গ্রাস করে নেয় কম্পাসু। ফলে তার শক্তি বেড়েছে কয়েকগুণ।
ক্যাগায়ান প্রদেশের তথ্য কর্মকর্তা রোগেলিও সেন্ডিং জানিয়েছেন, ১১ টি পৌরসভা প্লাবিত হয়েছে। মহাসড়ক ও ব্রিজসমূহ তলিয়ে গেছে। তবে সকাল থেকে পানি কমতে শুরু করেছে। সোমবার গ্রীস্মমন্ডলীয় ভয়াবহ ঝড় কমপাসু জনবহুল লুজন দ্বীপে তান্ডব চালায়। এরপর এটি দক্ষিণ চীন সাগরের দিকে ধেয়ে যায়।
ভূমিধসে স্থলবেষ্টিত পার্বত্য প্রদেশ ব্যাংকুয়েটে চার জনের প্রাণহানি ঘটে। ক্যাগায়ানে একজন ডুবে মারা গেছে। জাতীয় দুর্যোগ সংস্থা এ কথা জানিয়ে বলেছে, লুজনে আরও সাতজন নিখোঁজ রয়েছে। এছাড়া পশ্চিমাঞ্চলীয় পালাওয়ান দ্বীপে তীব্র ঝড়ে চার জন মারা গেছে এবং আরো চার জন নিখোঁজ রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন