শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

জনবল সঙ্কটে শিক্ষা অফিস

কুলাউড়া (মৌলভীবাজার) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০২১, ১২:০৩ এএম

কুলাউড়া প্রাথমিক শিক্ষা অফিসে দীর্ঘদিন থেকে জনবল সঙ্কট রয়েছে। ফলে অফিসের দৈনদিন কাজ করতে মাত্র ৪ জন কর্মকর্তা থাকায় দারুন হিমশিম পোহাতে হচ্ছে তাদের। সরকারিভাবে শিক্ষা অফিসে ১৭ জন কর্মকর্তা ও কর্মচারী থাকার কথা থাকলেও দীর্ঘদিন থেকে ৪ জন দিয়ে চলছে সমস্ত কার্যক্রম। কুলাউড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার মধ্যে ১৯৩ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ১০৪২ জন শিক্ষক-শিক্ষিকার কার্যক্রম পরিচালনার জন্য ১৭টি পদের মধ্যে ১ জন উপজেলা শিক্ষা অফিসার, ৯ জন সহকারী শিক্ষা অফিসার, ১জন উচ্চমান সহকারী, ৪ জন অফিস সহকারী, ১জন হিসাব সহকারী ও ১ জন এমএলএসএস থাকার কথা থাকলেও এর বিপরিতে কর্মরত আছেন মাত্র ৪ জন। তারা হলেন উপজেলা শিক্ষা অফিসার ইফতেখায়ের হোসেন ভূইয়া, সহকারী শিক্ষা অফিসার মামুনুর রহমান ও সৌরভ গোস্বামী এবং অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর আবু বক্কর সিদ্দিক। কিছু পদে লোকবল আগে থাকলেও ২০১২ সাল থেকে অন্যান্য পদগুলো এখনো শূন্য রয়েছে।

এ ব্যাপারে কুলাউড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইফতেখায়ের হোসেন ভূইয়া জানান, জনবল সংকটের কারণে দীর্ঘদিন থেকে বিড়ম্বনার সম্মুখীন হতে হচ্ছে। তিনি আরো জানান, অফিসের কাজে সহায়ক হিসেবে বিভিন্ন স্কুলের দক্ষ ৫ জন শিক্ষক দিয়ে অতিরিক্ত কাজ করানো হচ্ছে। ১৩ টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ১৪ জন শিক্ষক আমাদের কাজে সহযোগিতা করে যাচ্ছেন। তিনি শূন্য পদগুলোতে দ্রুত লোকবল নিয়োগের জন্য উর্দ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন