শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ভারতের স্থান বাংলাদেশ, পাকিস্তান ও নেপালেরও তলায়

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০২১, ১০:৩৯ এএম

বিশ্বের হাঙ্গার ইনডেক্স-এ ভারত একশো একতম স্থান পেয়ে পিছিয়ে গেল বাংলাদেশ, পাকিস্তান এবং নেপালের থেকেও।

আয়ারল্যান্ডের কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড এবং জার্মানির ওয়েট হাঙ্গার হিফে এই সমীক্ষা চালিয়েছিল।

প্রথম পাঁচটি স্থানের মধ্যে আছে চীন, ব্রাজিল এবং কুয়েত। দুহাজার কুড়ি সালে একশো সাতটি দেশের মধ্যে ভারত চুরানব্বইতম স্থান পেয়েছিল। কীভাবে পরিমাপ করা হয় এই ক্ষুধার ইনডেক্স? সমীক্ষকরা জানাচ্ছেন, দেশের অপুষ্টির হার, পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুদের দৈর্ঘ্য, শিশু মৃত্যুর হার প্রভৃতি বিষয় বিবেচ্য হয়।

সমীক্ষাটি জানাচ্ছে, কোভিড চলাকালীন বাংলাদেশ, পাকিস্তান কিংবা নেপাল যেভাবে দেশের ক্ষুধার মোকাবিলা করেছে ভারত তা পারেনি বলেই তালিকায় তাদের নিচে নেমে আসা। কোভিডকালে ভারতে অপুষ্টির হার এত বেড়ে গিয়েছে যে তারা গ্লোবাল হাঙ্গার ইনডেক্স-এ পিছিয়ে পড়েছে। শিশুদের ক্ষেত্রে অপুষ্টি থাকায় তাদের স্বাভাবিক বাড়েও প্রতিবন্ধকতা এসেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন