মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

সাম্প্রদায়িক সম্প্রতি রক্ষায় সরকার ব্যর্থ হয়েছে: ডা. জাফরুল্লাহ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০২১, ৩:১৮ পিএম

কুমিল্লায় পূজা মণ্ডপে হামলার দায় ভার সরকারকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। সেইসঙ্গে কুমিল্লায় পূজা মণ্ডপে হামলায় সাম্প্রদায়িক সম্প্রতি রক্ষায় সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি।
আজ শুক্রবার কুমিল্লায় ঘটনাস্থল পরিদর্শন শেষে গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি নানুয়া দীঘিরপাড়, দেশওয়ালী পট্টি, কাপড়িয়া পট্টি ও ঘোষগাঁও গ্রাম পূজামণ্ডপ পরিদর্শন করেন। ডা. জাফরুল্লাহ বলেন, 'দশমীর বিসর্জনের পূর্বে এই প্রতিমা বিসর্জন দেওয়া লজ্জাজনক।'
এ সময় ডা. জাফরুল্লাহ চৌধুরীর সঙ্গে জোনায়েদ সাকি, শেখ রফিকুল ইসলাম বাবলু, নঈম জাহাঙ্গীর, ইশতিয়াক আজিজ ঊলফাত ও ব্যারিস্টার সাদিয়া আরমান উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন