শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

৪২৫ নমুনা থাকলেও করোনায় আজ দেড় বছর পর কোনো শনাক্ত নেই কুমিল্লায়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০২১, ৮:৫৮ পিএম

কুমিল্লায় আজ শনিবার ৪২৫টি নমুনার ফল আসে। এদিন কেউ করোনায় শনাক্ত হননি। করোনায় আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘণ্টায় কেউ মারা যাননি। বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন।

তিনি জানান, প্রায় দেড় বছর পর কুমিল্লায় আক্রান্তের হার শূন্যতে নেমে এসেছে। আক্রান্তের হার শূন্য হলেও সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ঝুঁকি মুক্ত থাকতে স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই।

সূত্র জানায়, কুমিল্লায় এ পর্যন্ত এক লাখ ৮১ হাজার ৫৮১জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। বিপরীতে আক্রান্ত হয়েছেন ৩৯ হাজার নয়জন। শনিবার সুস্থ হয়েছেন ২৩ জন। জেলায় মোট সুস্থ হয়েছেন ৩৭ হাজার ১৬৪জন। মোট মারা যান ৯৪৯জন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন