শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

৭১ ও ৭৫’র ঘাতকরা অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে: শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০২১, ৩:০১ পিএম

শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মণি বলেছেন, আগামী নির্বাচনকে সামনে রেখে একটি মহল দেশকে অস্থিতিশীল করতে চায়। দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করতে চায়। সরকার ও তার সম্মানকে ক্ষুণ্ন করতে চায় বলেই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করছে তারা।

চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে মঙ্গলবার দুপুরে সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ৭১ ও ৭৫ এর ঘাতকরা আবারও দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার অপচেষ্টায় লিপ্ত হচ্ছে। তারা সবাই এক ও অভিন্ন। স্বাধীনতাবিরোধী, দেশবিরোধী, দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রকারীরা, সবাই এক ও অবিচ্ছিন্ন।

তিনি বলেন, সকল অপরাধী তার অপরাধের কিছু না কিছু একটা প্রমাণ ও নমুনা রেখে যায়। এই ধরনের প্রতিটি নাশকতার পিছনে এই এক ও অভিন্ন নমুনা কিন্তু আমরা দেখি। কারণ সেই অপশক্তি আজও সক্রিয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন