হাইতিতে ১৭ মার্কিন ও কানাডিয়ান খ্রিস্টান মিশনারি এবং তাদের পরিবারের সদস্যদের অপহরণের পর প্রায় ২ কোটি ডলার মুক্তিপণ দাবি করা হয়। এবার তাদের হত্যার হুমকি দেওয়া হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার নিজেকে অপহরণকারী চক্রের প্রধান দাবি করে ইউটিউবে ভিডিও বার্তায় এক ব্যক্তি বলেন, সে যা চাইছে তা না দিলে অপহৃতদের হত্যা করা হবে। ভিডিওটি কতখানি সত্য তা পুরোপুরি নিশ্চিত করা যায়নি। হুমকি দেওয়া ঐ ব্যক্তি হাইতির নাগরিক বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লামো সানজু নামে পরিচিত ঐ ব্যক্তি মাওজো গ্যাংয়ের নেতা। এই অপরাধী চক্রের সদস্য সংখ্যা ৪০০-এর মতো। কর্তৃপক্ষ বলছে, চলতি সপ্তাহে মিশনারিদের অপহরণের পেছনে তাদেরই হাত থাকতে পারে। হাইতির রাজধানী থেকে ১৬ জন আমেরিকান ও একজন কানাডিয়ান মিশনারি ও তাদের পরিবারের সদস্যদের অপহরণের ঘটনা ঘটে সম্প্রতি। দেশটির রাজধানী পোর্ট অব প্রিন্সের বাইরে থেকে একটি অপরাধী চক্র তাদের অপহরণ করে। অপহরণের আগে একটি এতিমখানা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছিলেন ঐ মিশনারিরা। এএফপি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন