শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

হাইতিতে বন্যায় আড়াই হাজার পরিবার বাস্তুচ্যুত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৫ এএম


ক্যারিবিয়ান সাগরের দ্বীপ দেশ হাইতিতে টানা ভারী বৃষ্টিতে নদীর পানি উপচে বন্যা দেখা দিয়েছে। এতে কয়েক হাজার ঘরবাড়ি ভেসে যাওয়ায় আড়াই হাজার পরিবার বাস্তুচ্যুত হয়েছে। উদ্ধারকারী দলগুলো উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে লোকজনকে সরিয়ে নিতে শুরু করেছে বলে সোমবার দেশটির বেসামরিক সুরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে। সংস্থাটি জানায়, প্রায় ৩৬ ঘণ্টা ধরে চলা বৃষ্টিতে বন্যা দেখা দিয়েছে, প্রাথমিকভাবে দেশের উত্তরাঞ্চলে। কেপ-আঁইস্যা শহরের ঐতিহাসিক কেন্দ্রীয় এলাকা পানিতে ডুবে গেছে আর প্রবল বাতাসে গাছ উপড়ে পড়েছে। এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, “ওই এলাকায় বন্যা ও ঝড়ের ঝুঁকির মুখে থাকা বাসিন্দাদের নিজেদের রক্ষার জন্য পূর্বসতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। কোনো অবস্থায়ই বন্যায় ভেসে যাওয়া নদীগুলো পাড়ি দিতে যাবেন না।” ইতোমধ্যেই আঁস অ্যা ভুঁ শহর বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। গত সপ্তাহে এই শহরটির কাছে এক ভূমিকম্পে দুই জন নিহত হয় কিন্তু সামগ্রিক ক্ষয়ক্ষতি কম হয়েছে বলে বেসামরিক সুরক্ষা সংস্থা জানিয়েছে। হাইতি প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ। দেশটির দরিদ্র লোকজন ঘনবসতিপূর্ণ বন্যাপ্রবণ এলাকাগুলোতে বসবাস করে। দুর্বল অবকাঠামোর ঘরবাড়ির কারণে প্রায়ই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বিবিসি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন