টঙ্গীর নতুন বাজার শহীদ আহসান উল্লাহ মাস্টার উড়াল সেতুর নিচ থেকে অজ্ঞাত পরিচয় (৩০) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। এ সময় তার পরনে গোলাপি রঙের ফুলহাতা শার্ট, সাদা গেঞ্জি ও কালো প্যান্ট ছিল। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
স্থানীয়রা জানান, সকাল ১১টার দিকে সেতুর নিচে ওই যুবকের লাশ পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মো. জাবেদ মাসুদ জানান, অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। কিভাবে তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন