শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

অবশেষে ৫ বছর পর জরুরি অবস্থা প্রত্যাহার হলো মিসরে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০২১, ৮:৫৬ এএম

মিসর জুড়ে ২০১৭ সালের এপ্রিলে জারি হওয়া জরুরি অবস্থা অবশেষে শেষ হতে চলেছে। সেনাশাসিত দেশটির প্রধানকর্তা জেনারেল আব্দেল ফাত্তাহ আল সিসি দীর্ঘ ঘোষণা দেন এই জরুরি অবস্থা অবসানের। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া পোস্টে তিনি এ ঘোষণা দেন।

২০১৭ সালের এপ্রিল মাস থেকে জরুরি অবস্থা জারি রয়েছে মিসরে। দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি জানিয়েছেন, অবশেষে এই আদেশ প্রত্যাহার করা হচ্ছে। মঙ্গলবার (২৬ অক্টোবর) এ কথা জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় দেয়া ফেসবুক পোস্টে মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি লিখেন, মিশরের ন্যায়নিষ্ট জনগণের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ। এটি এখন এই অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য মরুদ্যান। এ কারণে আমি দেশব্যাপী জারিকৃত জরুরি অবস্থা নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছি।

উল্লেখ্য, ২০১৭ সালের এপ্রিলে কপটিক চার্চে আইএস সহযোগীদের বোমা হামলায় ৪০ জন নিহতের পর থেকে জরুরি অবস্থা চলে আসছিল। ওই হামলায় ৪০জনের বেশি মানুষের প্রাণহানি ঘটে। ১০ কোটি জনসংখ্যার মিশরে কপটিক খ্রিস্টানের হার ১০ শতাংশ।

২০১৩ সালে মিশরের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে সরিয়ে দেন সেনাপ্রধান আব্দেল ফাত্তাহ আল সিসি। পরে সেনাপ্রধানের পদ ছাড়লেও সেনাশাসিত দেশে নিজেই তুলে নেন দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব। সূত্র : রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন