রাসেল তুমি
রাসেল তুমি কী দুষ্টুমি করতে মায়ের সাথে আর
শিশু হলেও এ দেশ নিয়ে ভাবতে দিনে-রাতে আর
বোনের সাথে ভাইয়ের সাথে
নদী মাঝি নায়ের সাথে ভাব জমাতে কতো আর
পাখপাখালির মতো আর
তোমার হাসি সুখের রাশি ছিল বাবার কাছে আর
আছে আর
হাজার স্মৃতি আশিস প্রীতি সবার বুকের মাঝে আর
রাসেল নামে পাড়া গ্রামে সুরের বাঁশি বাজে আর
আজ এ আর
নতুন করে বলার কিছু নাকি আর
মাঠের কোলে ঘাটের কোলে আজও তোমায় ডাকি আর
মুক্ত প্রিয় স্বাধীন দেশের কাদা গায়ে মাখি আর
দীপ্ত শপথ নিয়ে খুঁজি দৈত্য ঘাতক-দানো আর
যাদের গুলি কাড়লো বুলি কোথায় সে সব জানোয়ার
ভূমির সাথে কান লাগিয়ে মাটির কথা শুনি আর
জমিন বলে রাসেল তুমি কান্না সারা দুনিয়ার।
মন্তব্য করুন