ইন্টারনেশন্যাল ডকুমেন্টারি ফিল্মফেস্টিভাল অব আমস্টারডাম (ইডফা)-এ অংশগ্রহণ করতে যাচ্ছে কামার আহমাদ সাইমনের নতুন চলচ্চিত্র ‘অন্যদিন’। নন-ফিকশন সিনেমার জন্য বিখ্যাত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ইডফা। তিন শতাধিক সিনেমা দেখানো হয় ১২ দিনের এই উৎসবে, যেখানে টিকেট কেটে সিনেমা দেখতে আসেন আড়াই লক্ষাধিক দর্শক। ২০ নভেম্বর শনিবার প্রাইম টাইম স্ক্রিনিংয়ে রাত নয়টায় প্রদর্শিত হবে ‘অন্যদিন’। এ বছর আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে শ্রেষ্ঠ নন-ফিকশন ফিচার সিনেমার মর্যাদাপূর্ণ পুরষ্কারের প্রতিযোগিতা করছে ফ্রান্স, রাশিয়া, জার্মানী, ইতালি, নেদারল্যান্ডস, আর্জেন্টিনা ও পর্তুগালসহ মোট ২১টি দেশের ১৪টি সিনেমা। যার মধ্যে কামারের হাইব্রিড সিনেমা ‘অন্যদিন’ লড়াই করবে ইইক্রেনিয়ান নির্মাতা সার্গেই লজনিতসা, পর্তুগিজ নির্মাতা সুজানা ডি সুজা ডিয়াজ, রুশ নির্মাতা আলিওনা ভন দার হোস্টের মতো আন্তর্জাতিকভাবে প্রশংসিত ও পুরস্কৃত নির্মাতাদের নতুন সব সিনেমার সাথে। ২৫ তারিখের একটি আড়ম্বরপূর্ণ পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে এই ফল ঘোষণা করা হবে আমস্টারডামের বিখ্যাত আই ফিল্ম মিউজিয়ামে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন