বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মানবিক কারণে নিষেধাজ্ঞা প্রত্যাহার চায় চীন-রাশিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০২১, ১২:০৪ এএম

মিত্র দেশ উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা প্রত্যাহার চায় চীন ও রাশিয়া। সম্প্রতি এ সংক্রান্ত একটি গোপন নথি সংবাদমাধ্যম রয়টার্সের হাতে পৌঁছেছে। এতে দেখা যাচ্ছে, পিয়ংইয়ং-এর ওপর থেকে একাধিক বিষয়ে নিষেধাজ্ঞা তোলার জন্য জাতিসংঘে একটি নতুন খসড়া প্রস্তাব তৈরি করেছে রাশিয়া ও চীন। অদূর ভবিষ্যতে তারা এটি নিরাপত্তা পরিষদে উত্থাপন করতে পারে বলে প্রতীয়মান হচ্ছে। এর আগে ২০১৯ সালেও রাশিয়া ও চীন এ সংক্রান্ত একটি খসড়া প্রস্তাব তৈরি করেছিল। কিন্তু শেষ পর্যন্ত সেটি জাতিসংঘে তোলা হয়নি। রয়টার্সের দাবি, নতুন প্রস্তাবে রাশিয়া ও চীন বলেছে, মানবিক কারণে উত্তর কোরিয়ার ওপর থেকে বেশ কিছু নিষেধাজ্ঞা তুলে নেওয়া প্রয়োজন। কারণ দেশটির সাধারণ মানুষ অত্যন্ত সংকটে রয়েছে। এ বিষয়টির দিকে সবার মনোযোগী হওয়া প্রয়োজন। রাশিয়া ও চীনের প্রস্তাব, স্ট্যাচু বা ভাস্কর্য, সামুদ্রিক খাবার, কাপড়, পরিশোধিত তেল এবং পেট্রোলিয়ামজাত দ্রব্য থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক। এত করে বিদেশে পণ্য রফতানির মাধ্যমে উত্তর কোরিয়ার আয়ের সুযোগ তৈরি হবে। ২০০৬ সাল থেকে জাতিসংঘ উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা চাপিয়ে রেখেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইউরোপের একাধিক দেশ পিয়ংইয়ং-এর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। বস্তুত, ব্যালিস্টিক মিসাইল এবং পরমাণু অস্ত্রের পরীক্ষা চালানোর জন্যই তাদের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যত দিন গেছে এই বিধিনিষেধ আরও কঠোর হয়েছে। কারণ, নিষেধাজ্ঞা সত্ত্বেও উত্তর কোরিয়া একের পর এক অস্ত্র পরীক্ষা চালিয়ে গেছে। প্রকাশ্যে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘকে হুমকি দিয়েছে। ২০১৯ সালে রাশিয়া ও চীন প্রথম চেষ্টা করে পিয়ংইয়ং-এর ওপর থেকে কয়েকটি নিষেধাজ্ঞা তুলতে। এ বিষয়ে একটি খসড়া প্রস্তাবও তারা তৈরি করেছিল। সদস্য দেশগুলোর কাছে সেই খসড়া পৌঁছালেও শেষ পর্যন্ত বৈঠকে তা পেশ করা হয়নি। প্রায় দুই বছর পর নতুন করে ফের সেই প্রচেষ্টা শুরু হয়েছে বলে জাতিসংঘের একাধিক কর্মী জানিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে তারা রয়টার্সকে জানিয়েছেন, নতুন খসড়া প্রস্তাব এরইমধ্যে তৈরি হয়ে গেছে। নিরাপত্তা পরিষদের বৈঠকে সেটি উত্থাপনের চিন্তাভাবনা করা হচ্ছে। এই প্রস্তাব পাস করাতে হলে নিরাপত্তা পরিষদে নয়টি ভোট প্রয়োজন। পাশাপাশি স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য ও ফ্রান্স ভেটো দিতে পারবে না। রয়টার্স, ডিডব্লিউ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন