শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

জয় দিয়ে শুরু করতে চায় বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০২১, ৭:৪৬ পিএম | আপডেট : ৭:৪৭ পিএম, ৭ নভেম্বর, ২০২১

মালদ্বীপে গত মাসে শেষ হওয়া সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ জাতীয় দলের কোচ হিসেবে অভিষেক হয়েছিল ঘরোয়া লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোনের। শ্রীলঙ্কার কলম্বোতে মাহিন্দা রাজাপাকসে চারজাতি টুর্নামেন্টে জামাল ভূঁইয়াদের কোচ হিসেবে সোমবার অভিষেক হচ্ছে ঢাকা আবাহনীর পর্তুগিজ কোচ কোচ মারিও লেমোসের। কলম্বোতে চারজাতি টুর্নামেন্টে সোমবারই প্রথম পরীক্ষা লেমোসের। প্রথম লড়াই জামালদেরও। প্রতিপক্ষ দ্বীপদেশ সিসেলস। বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪টায় শুরু হবে ম্যাচটি। জয় দিয়েই টুর্নামেন্ট শুরু করতে চান মারিও লেমোস। রোববার কলম্বোতে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘যে কোন টুর্নামেন্টে জয় দিয়ে শুরু করাটা গুরুত্বপূর্ণ। আমরা আগামীকাল (আজ) জয় পেতে চাই।’ মালদ্বীপের সাফে খেলা দলের অনেকেই নেই বর্তমান বাংলাদেশ দলে। এ বিষয়ে লেমোসের কথা, ‘সাফের অনেকেই নেই এখানে। অনুশীলনও খুব কম হয়েছে। তবে আমরা টুর্নামেন্টে ভালো কিছু করতে চাই।’ র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের (১৮৭) চেয়ে অনেক পিছিয়ে সিসেলস (১৯৯)। আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের সঙ্গে প্রথম দেখা তাদের। এই দলটি সম্পর্কে বাংলাদেশ কোচের বক্তব্য, ‘দুই বছর আগে বাংলাদেশে বঙ্গবন্ধু গোল্ডকাপে খেলতে এসেছিল সিসেলস। বাংলাদেশের সঙ্গে খেলা না হলেও তাদের ম্যাচ আমি দেখেছি৷ এই বছর তারা দুটো প্রীতি ম্যাচ খেলেছে রুয়ান্ডার সঙ্গে। ওই ম্যাচ দু’টিও দেখেছি। তাই বলতে পারি প্রতিপক্ষ হিসেবে তারা মন্দ নয়। তবে বাংলাদেশ দল নিজেদের সেরাটা দিয়েই তাদের বিপক্ষে জয় তুলে নেবে-এটা আমার বিশ্বাস।’

ম্যাচের আগে সোমবার কলম্বোকে স্থানীয় সময় বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত মাঠের অনুশীলনে ঘাম ঝরান জামাল ভূঁইয়া-তপু বর্মণরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন