শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

খাগড়াছড়ি সদর জােনের বিনামূল্যে চিকিৎসা

খাগড়াছড়ি থেকে স্টাফ রিপোটার | প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০২১, ৪:০৭ পিএম

খাগড়াছড়ি রজিয়িনরে সদর জােন র্কতৃক অসহায়, হতদরদ্রিদরে মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।

শনিবার (১৩ নভম্বের) সদর জোনের আওতাধীন বড়পাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রায় তিন শতাধকি উপজাতীয় জনগােষ্ঠীর হতদরিদ্রের মাঝে এ চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।

বিনামূল্যে চিকিৎসা সেবার এ মেডিকেল ক্যাম্পইেন র্কাযক্রম খাগড়াছড়ি সদর জােন র্কতৃক ভবিষ্যতেও পরচিালতি করার কথা জানান সদর জোনের এ্যাডজুটন্টে ক্যাপ্টনে সাফনি আল সাইফ পলক।

মেডিকেল ক্যাম্পইেনে স্থানীয় জনগণ নরিাপত্তা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করনে এবং ভবিষ্যতেও এ ধরনরে সহযোগিতা প্রদানরে জন্য অনুরোধ জানান।

এ ব্যাপারে খাগড়াছড়ি সদর জােন কমান্ডার লফেটন্যোন্ট র্কণেল তৌফকিুল বারী জানান, ‘চিকিৎসা মানুষরে মৌলিক অধিকার। পাহাড়ে দুস্থ ও গরীব অসহায় মানুষরে চিকিৎসা সেবা প্রদানে খাগড়াছড়ি সদর জােন নিয়মিত মেডিকলে ক্যাম্পইেন পরিচালনা করেছে। ভবিষ্যতেও সদর জােন র্কতৃক এ ধরনরে পদক্ষেপ গ্রহণ করা হবে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন