ছাগলনাইয়া (ফেনী) উপজেলা সংবাদদাতা
ছাগলনাইয়ায় মুক্তিযোদ্ধা আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে ৩ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার পূর্ব শিলুয়া ভূঁঞা বাড়িতে মরহুম ডা: জালাল উদ্দিন আহমেদ ভূঁঞা স্মরণে ফ্রি ব্লাড গ্রুপিং ও মেডিকেল ক্যাম্পে চক্ষু, মেডিসিন, হৃদরোগ, চর্ম রোগ, বাত ব্যথা ও শ্বাস রোগীসহ ৩ শতাধিক রোগীকে চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়। চিকিৎসা প্রদান করেন ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা: মনজুর আল মোর্শেদ চৌধুরী, ফেনী সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা: এটিএম ওবায়েদ, দাগনভূঁঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার ডা: মেজবাহ উদ্দিন আহমেদ অপু। বিশিষ্ট ব্যবসায়ী জাহিদ হোসেন ভূঁঞা আজমিরের পরিচালনায় সকালে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক এজিএম নিয়াজ উদ্দিন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন