শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কক্সবাজার বায়তুশ শরফে ফাতেহায়ে ইয়াজদাহম উপলক্ষে মাহফিল ১৬ ও ১৭ নভেম্বর

কক্সবাজার ব্যুরো : | প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০২১, ১২:০২ এএম

প্রতিবছরের মত এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে কক্সবাজার বায়তুশ শরফ কমপেক্সে দুই দিনব্যাপী ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে ইসালে ছওয়াব ও ওয়াজ মাহফিল।

আগামী মঙ্গলবার ও বুধবার দুই দিনব্যাপী অনুষ্ঠিত হবে এই শানদার মাহফিল। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বায়তুশ শরফের বর্তমান হযরত মাওলানা আব্দুল হাই নদবী, পীর সাহেব বায়তুশ শরফ। এছাড়া মাহফিলে দেশ বরেণ্যর আলেম ওলামা পীর মাশায়েখ ও বায়তুশ শরফের হাজার হাজার ভক্ত অনুরক্ত দ্বীন দরদিরা উপস্থিত থাকবেন। মাহফিল উপলক্ষে কক্সবাজার বায়তুশ শরফ কমপেক্সে সার্বিকভাবে প্রস্তুতি চলছে।
এ প্রসঙ্গে কক্সবাজার বায়তুশ শরফের মহাপরিচালক বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ্ব সিরাজুল ইসলাম বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। মাহফিল সফল করার জন্য ব্যাপক প্রস্তুতি চলছে।
আশা করি আল্লাহর মেহেরবানিতে এই মাহফিল যথাসময়ে সফলভাবে অনুষ্ঠিত হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন