শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

কক্সবাজারে বায়তুশ শরফ ব্লাইন্ড ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কক্সবাজার অফিস

২০১৭ সালে ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে টি-টুয়েন্টি ব্লাইন্ড বিশ্বকাপ। উক্ত বিশ্বকাপে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। প্রস্তুতির অংশ হিসেবে কক্সবাজারে ক্রিকেট প্রশিক্ষণ শেষে অনুষ্ঠিত হয় বায়তুশ শরফ ব্লাইন্ড ক্রিকেট ম্যাচ। চট্টগ্রাম ব্লাইন্ড ক্রিকেট ক্লাবের কাছে ৪০ রানে হেরেছে কক্সবাজার বায়তুশ শরফ ব্লাইন্ড ক্রিকেট ক্লাব। গত শনিবার কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে দু’দলের খেলা শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ট্রপি ও রানার্স আপ ট্রপি তুলে দেন খেলোয়াড়দের মাঝে। সকালে টসে জিতে ব্যাট করতে নামে চট্টগ্রাম। তারা ৯ উইকেট হারিয়ে ২০ ওভারে সংগ্রহ করে ১৩১ রান। ১৩২ রান টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ২০ ওভার খেলে ৭ উইকেট হারিয়ে কক্সবাজার সংগ্রহ করে ৯১ রান। ফলে চট্টগ্রামের কাছে ৪০ রানে হেরে যায় কক্সবাজার। সর্বোচ্চ ৩৪ রান নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হন বিজয়ী দলের রায়হান উদ্দিন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: আলী হোসেন। কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ একেএম ফজলুল করিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কক্সবাজার ব্লাইন্ড ক্রিকেট ক্লাবের সভাপতি শিক্ষাবিদ এম.এম সিরাজুল ইসলাম, বক্তব্য রাখেন বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম ব্লাইন্ড ক্রিকেট ক্লাবের চেয়ারম্যান লায়ন দিদারুল আলম চৌধুরী, পরিচালক সাইদ কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ তাইজুদ্দিন, সাংবাদিক তোফায়েল আহমদ, সাংবাদিক আবু তাহের, সাংবাদিক আবদুল কুদ্দুস রানা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়ুয়া অপু।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন