সোনাগাজীতে ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে মো. শাওন নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। গত শনিবার উপজেলার সদর ইউনিয়নের মধ্যম সুজাপুর গ্রামের নিজাম মাস্টারের বাড়িতে তাঁর মৃত্যু হয়। জানা যায়, সে সোনাগাজী মডেল একাডেমীর ৬ষ্ঠ শ্রেণির ছাত্র এবং মধ্যম সুজাপুর গ্রামের এরশাদ উল্যাহর ছেলে। পুলিশ ও নিহতের পরিবার জানায়, ব্যাডমিন্টন খেলার জন্য বৈদ্যুতিক বাল্ব লাগানোর সময় অসাবধানতা বশত বিদ্যুৎ স্পৃষ্ট হয় শাওন। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন