রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

এবার মিরপুরে ‘ভালো’ উইকেট

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০২১, ১২:০০ এএম

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে মিরপুরে। এর আগে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বিপক্ষে মিরপুরে খেলে সাফল্য পেলেও উইকেটের কারণে অনেক সমালোচিত হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে পাকিস্তান সিরিজে ভালো উইকেট পাওয়ার প্রত্যাশা বোর্ডের।

বিসিবির শীর্ষস্থানীয় পরিচালক আকরাম খান জানালেন, আবহাওয়ার কারণে আগস্ট-সেপ্টেম্বর মাসে দেশের উইকেট ধীর থাকে, যার প্রভাব পড়েছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজে। তবে পাকিস্তান সিরিজে উইকেট আগের চেয়ে ভালো থাকবে, ‘আমরা শেষ দুই সিরিজ যে উইকেট খেলেছি, ওই সময়ে কিন্তু আমাদের দেশের উইকেট ওরকমই থাকে, আবহাওয়ার কারণে। এখনকার সময়টায় উইকেট ভালো থাকে। এই সময়ে কিন্তু আমরা বিপিএল করি, প্রিমিয়ার লিগ, বিসিএল আয়োজন করি। আশা করছি এবার ভালো উইকেট পাব।’
টি-টোয়েন্টি সিরিজের মত দ্বিতীয় টেস্টের ভেন্যুও মিরপুর। তবে তার আগে প্রথম টেস্ট আয়োজিত হবে চট্টগ্রামে। এতে উইকেট কাক্সিক্ষত বিশ্রামও পাবে বলে জানার আকরাম, ‘মিরপুরের উইকেটের জন্যই যে বিশ্বকাপে খারাপ খেলেছি- তা নয়। আমাদের টেকটিক্যাল, অ্যাটিটিউড... পারফরম্যান্স করার দরকার ছিল, সেটা করতে পারিনি।’


বিশ্বকাপে টানা পাঁচ ম্যাচ জেতা পাকিস্তান সেমিফাইনালে পা হড়কানোয় ফাইনাল খেলতে পারেনি। তবুও এশিয়ার পরাশক্তি দেশটি যে বাংলাদেশকে বড় পরীক্ষায় ফেলবে, তা ঠিকই মানছেন আকরাম, ‘পাকিস্তান বিশ্বকাপের অন্যতম সেরা দল। তাদের বিপক্ষে সিরিজ খেলতে যাচ্ছি, কঠিন হবে। ফর্মও এখন আমাদের ভালো নেই। ফর্ম একদিন ভালো থাকে একদিন খারাপ থাকে, এটা কোনো সমস্যা নয়।’

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন