দেশে হাতি হত্যার প্রতিবাদে এবং ঘটনায় দায়ীদের বিচারের দাবিতে সমাবেশ, মানববন্ধন ও পাপেট শো এর আয়োজন করেছে ডীপ ইকোলজি এন্ড সেড়বক রেসকিউ ফাউন্ডেশন। বুধবার দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ আয়োজন করে সংগঠনটি। সমাবেশে সংগঠনটির প্রায় অর্ধশত সদস্য উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সমাবেশে বক্তারা দেশের যেসব এলাকাতে হাতি আছে সেসব এলাকায় হাতির আবাস নিরাপদ করতে প্রশাসনকে উদ্যেগী হওয়ার আহ্বান জানান। পাশাপাশি হাতি হত্যার সাথে জড়িতদেরকে কঠোর শাস্তির আওতায় আনার জোর দাবি জানান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন