নির্বাচন কমিশনের (ইসি) ৯০তম সভা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া কমিশন সভা আগামী ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে। ইসি সূত্রে এ তথ্য জানা যায়। সূত্র জানায়, পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) ভোটের তফসিলের বিষয়ে গতকাল বেলা ১১টায় কমিশনের ৯০তম সভা শুরু হয়। পঞ্চম ধাপের ইউপি ভোটের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি বলে সভাটি স্থগিত করা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।
এর আগে, ১৫ নভেম্বর সংবাদ সম্মেলনে সিইসি জানিয়েছিলেন, পরবর্তী কমিশন সভায় পঞ্চম ধাপের ইউপি ভোটের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। মূলত ডিসেম্বরের মধ্যেই চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করা হবে।
২১ জুন ও ২০ সেপ্টেম্বর প্রথম ধাপের ৩৬৯টি এবং ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ৮৩৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২৮ নভেম্বর তৃতীয় ধাপে ১০০৪ এবং চতুর্থ ধাপে ২৩ ডিসেম্বর ৮৪০টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। পঞ্চম ধাপে প্রায় এক হাজার ইউপিতে ভোট হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন