কুমিল্লা সিটি করপোরেশনের ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মো. সোহেল ও তার সহযোগী হরিপদ সাহা খুনের ঘটনায় অংশগ্রহণকারীদের মধ্যে ৬ জনকে শনাক্ত করেছে পুলিশ।
গ্রেফতার হওয়া মোহাম্মদ রাব্বি ইসলাম অন্তু সোমবার কুমিল্লার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে কিলিং মিশনে অংশগ্রহণকারীদের শনাক্ত সহজ হয়ে উঠে। রবিবার রাতে অন্তু ও জিসান নামে দুইজনকে গ্রেফতার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে সোমবার সন্ধ্যায় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকার বলেন, গ্রেফতার সংরাইশ এলাকার বাদল মিয়ার ছেলে মোহাম্মদ রাব্বি ইসলাম অন্তু আদালতে জবানবন্দি দিয়েছে। আদালতকে জানিয়েছে, সে হিট স্কোয়াডের সদস্যদের অটো ভাড়া করে দিয়েছিল। গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদ, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং প্রযুক্তির সহায়তায় হিট স্কোয়াডের ৬ জনকে শনাক্ত করা সম্ভব হয়েছে। কিলিং মিশনে অংশগ্রহণকারী সদস্যরা হল- শাহ আলম, সাজেন, সাব্বির, জেল সোহেল, নাজিম এবং ফেনী থেকে আগত একজন অজ্ঞাত ব্যক্তি।
অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, প্রাথমিকভাবে জানা যায় যে, আসামিরা ঘটনার আগের রাতে আসামি সাজেনের বাসায় বৈঠক করে এবং ঘটনার দিন বিকেল ৪ টায় একটি অটোরিকশা ভাড়া করে কাউন্সিলরের অফিসের দিকে রওনা দেয়।
অপরাধীদের গ্রেফতার করতে পুলিশের একাধিক টিমের সাঁড়াশি অভিযান চলমান রয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন