শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

চট্টগ্রামে চায়ের দোকানে মন্ত্রীর ছবি ভাইরাল

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০২১, ৬:৩৬ পিএম

নিভৃত পল্লীগ্রামের চা দোকানে হঠাৎ মন্ত্রী। পুরনো কাঠের টুলে বসে পড়েন তিনি। সেখানে বসে চা পান করেন তিনি। কথা বলেন গ্রামবাসীর সাথে। মন্ত্রীর এ চা খাওয়ার দৃশ্য ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। বৃহস্পতিবার দুপুরে নিজ নির্বাচনী এলাকা আনোয়ারার হাইলধর গ্রামের একটি চা দোকানে যান ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।

মন্ত্রী সকালে তার পিতা আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আখতারুজ্জামান চৌধুরী বাবুর কবর জেয়ারত করেন। এরপর গ্রামের চায়ের দোকানটিতে বসে চা পান করেন। এ সময় সাধারণ মানুষের সুখ-দুঃখের কথা শোনেন। স্থানীয়রা প্রাণ খুলে মন্ত্রীর সাথে কথা বলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন