রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

করোনায় মৃত্যু-শনাক্তশূন্য চট্টগ্রাম

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০২১, ১০:১০ এএম

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। একই সময়ের মধ্যে কেউ আক্রান্ত হিসেবে শনাক্তও হননি। ১২ দিন পর ফের করোনাশূন্য হলো চট্টগ্রাম। শনিবার সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৪৪৭, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৩৮, শেভরন হাসপাতাল ল্যাবে ৪০১, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২২০, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ৬৮, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ১৫, মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ১৮ এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের একজনে নমুনা পরীক্ষা করা হয়। সবমিলিয়ে মোট এক হাজার ২০৮ জনের নমুনা পরীক্ষা করা হলেও কারও শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়নি। জেলায় এ পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা এক লাখ দুই হাজার ৪১৫ জন এবং মৃতের সংখ্যা এক হাজার ৩৩১ জন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন