শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ভারত রঙ্গ মহোৎসবে স্বপ্নদলের চিত্রাঙ্গদা

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০২১, ১২:০৪ এএম

এশিয়ার বৃহত্তম এবং পৃথিবীর উল্লেখযোগ্য পাঁচটি নাট্যোৎসবের অন্যতম ভারতের দিল্লিস্থ রাষ্ট্রীয় নাট্য শিক্ষায়তন ন্যাশনাল স্কুল অব ড্রামা (এনএসডি) আয়োজিত ‘২২তম ভারত রঙ্গ মহোৎসব’-এ মঞ্চায়নের জন্য নির্বাচিত হয়েছে বাংলাদেশের নাট্যসংগঠন স্বপ্নদলের দর্শকনন্দিত প্রযোজনা ‘চিত্রাঙ্গদা’। রবীন্দ্রনাথ ঠাকুরের চিরায়ত সৃষ্টি ‘চিত্রাঙ্গদা’-র গবেষণাগার নাট্যরীতিতে নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। ভারতের কেন্দ্রীয় সরকারের পৃষ্ঠপোষকতায় এই আন্তর্জাতিক নট্যোৎসব আগামী ১-২১ ফেব্রুয়াারি দিল্লি এবং আরও পাঁচটি শহরে অনুষ্ঠিত হবে। এবার ৭০১টি নাট্যদলের মধ্য থেকে ভারতের ৭৭টি এবং ভারতের বাইরের ১০টিসহ মোট ৮৭টি প্রযোজনা উৎসবে প্রদর্শনীর জন্য চূড়ান্তভাবে বাছাই করা হয়েছে। এর আগে ২০১৫-এ ‘১৭তম ভারত রঙ্গ মহোৎসব’-এ যুদ্ধবিরোধী গবেষণাগার নাট্য ‘ত্রিংশ শতাব্দী’ মঞ্চায়ন করে প্রশংসিত হয় স্বপ্নদল। উল্লেখ্য, রবীন্দ্রনাথ মহাভারতের চিত্রাঙ্গদা-উপাখ্যান অবলম্বনে ১৮৯২-এ কাব্যনাট্যরূপে এবং ১৯৩৬-এ নৃত্যনাট্যরূপে ‘চিত্রাঙ্গদা’ রচনা করেন। স্বপ্নদলের ‘চিত্রাঙ্গদা’ প্রযোজনাটি নির্মিত হয়েছে কাব্যনাট্য পা-ুলিপি অবলম্বনে। ‘চিত্রাঙ্গদা’ প্রযোজনার গ্রন্থিকরা হলেন সোনালী, জুয়েনা, শিশির, শ্যামল, অর্ক, হ্যাপী, সুমাইয়া, সামাদ, ঊষা, জেবু, আলী, বিপুল, মাধুরী, নিসর্গ, মাসুদ, আসিফ, সাজ্জাদ, মামুন, বিমল, অনিন্দ্য প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন